প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার

অধ্যক্ষের বাণী

প্রিয় শিক্ষার্থী,

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক শিক্ষার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি নারী শিক্ষাবান্ধব একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ২১ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও জাতিসংঘ ঘোষিত মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে অত্র প্রতিষ্ঠানটি। উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশুনা ও অন্যান্য সহায়ক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বার্ষিক পাঠ পরিকল্পনা তুলে দিচ্ছি। আশা করি, এ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থী নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। সম্মানিত অভিভাবকগণের প্রতিও আহ্বান জানাই, আপনার সন্তানকে সৎ, যোগ্য, সুদক্ষ, দেশপ্রেমী এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিক হোন। নতুন শিক্ষার্থীদের পদচারণায় এই পবিত্র শিক্ষাঙ্গন মুখরিত হয়ে থাকুক আগামীর দিনগুলোতে। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।