প্রসঙ্গ কথা 

দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে বাস্তবসম্মত ও ফলপ্রসূ শিক্ষার মাধ্যম হিসেবে একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা একটি আধুনিক ধারণা। আধুনিক শিক্ষার মৌলিক লক্ষ্য হল শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার উন্নতি সাধন, জাতীয় জীবনে মূল্যবোধের প্রতিষ্ঠা, মানবিক আচরণের কল্যাণমুখী ও কাঙ্খিত পরিবর্তন, যুগোপযোগী প্রযুক্তিবিদ্যা ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্বরোপ, নৈতিক চরিত্র গঠন এবং সময়ের সুপরিকল্পিত ব্যবহার, সর্বোপরি শিক্ষার্থীদের দেশাত্মবোধে উজ্জীবিত করা। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক ও সম্ভাবনাময় বিশ্ব চাহিদার প্রেক্ষাপটে কাযকর শিক্ষার মাধ্যম হিসেবে একাডেমিক ক্ষেত্রে পাঠ পরিকল্পনা অপরিহায ভূমিকা পালন করে থাকে। বর্তমান বিশ্বে যে সব দেশ শিক্ষা-দীক্ষায় উন্নতির চরম শিখরে অবস্থান করছে, সে সব দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ পরিকল্পনা এক কাযকর পদক্ষেপ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অফুরন্ত সম্ভাবনাময় শিক্ষার্থীদের সৎ ও দক্ষ মানবসম্পদে পরিণত করার মানসে প্রতিটি মুহ্‌র্তকে যথাযথভাবে ব্যবহারের সর্বাত্মক চেষ্টায় শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একাডেমিক ক্যালেন্ডার অনুসারে প্রতিটি কাযক্রম পরিচালনা করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে থাকে। শিক্ষাবোর্ড প্রদত্ত সিলেবাসের উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বিষয়ে নির্ধারিত অংশ নির্দিষ্ট সময়ে ক্লাসে পড়ানো এবং পঠিত বিষয়ের উপর নিয়মিত পরীক্ষা গ্রহণ পাঠ পরিকল্পনার অন্তর্ভুক্ত। একাডেমিক ক্যালেন্ডার শিক্ষাবর্ষের শুরুতেই কলেজের আগামীদিনের কর্মকান্ড সম্পর্কে মূলত শিক্ষার্থী এবং অভিভাবকদের অবহিতকরণের এক শিক্ষা সহায়ক। এ শিক্ষা সহায়কের কারণে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করার ব্যাপারে তাদের ন্যূনতম উৎকষ্ঠা বা দুশ্চিন্তা থাকে না। সর্বোপরি একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা শিক্ষার্থী এবং অভিভাবকদের নিকট শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতিশ্রুতিও বটে।